
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সাজে সেজে থাকি। কোন কোন ক্ষেত্রে জীবিকার উদ্দেশ্যে আবার কোন কোন সময় নাটক সিনেমার প্রয়োজনে।। কিন্তু ভাবতে পারেন নিজের শখের বসে কেউ ২৩ লাখ টাকা খরচ করে নেকড়ে সেজেসেন। কাজটি করেছেন জাপানের এক নাগরিক। এই নাগরিকের নাম তরু উয়েদা (৩২)। এই কষ্টিউম বানাতে খরচ হয়েছে ৩০ লাখ ইয়েন। যা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে দাঁড়ায় ২৩ লাখ টাকা। এরকম ঘটনা নতুন না। এর আগেও একজন কুকুরের সাজে সেজেছিলেন
তরু বলেন ঐ পোশাক পড়ে যখন তিনি আয়নার সামনে দাঁড়ায় তখন তাকে সত্তিকার নেকড়ে বলে মনে হয়। তবে বাস্তবের নেকরের মত তিনি কখনোই ভয়ংকর হয়ে উঠেন না।
তরু যখন ওই পোশাকের চাহিদা পত্র জিপেট কে দেন তখন শর্ত হিসেবে স্বাচছন্দ্যে হাটতে পারার কথা বলেছিলেন। তবে তরুর সব ইচ্ছা পুরন হলেও সেই ইচ্ছা পূরন হয় নাই।
তরু জানান, নেকড়ের সাজের পোশাক পরে তিনি কোনো অনুষ্ঠানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কারণ, এটি পরে হাঁটতে গেলে অস্বস্তি লাগে।
এর আগে জিপেট আরেক জাপানির জন্য এ ধরনের পোশাক নকশা করেছিল। ওই ব্যক্তির জন্য তারা বানিয়েছে কুকুরের অবয়বের পোশাক। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি ওই ব্যক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে কুকুরের সাজে তাঁকে জনসম্মুখে দ্রুত হাঁটতে দেখা গেছে।